বহুক্ষণে তবে চেতন পাইয়া
উঠে নন্দঘোষ রায়।
করুণ নয়নে বিরস সদনে
দুঁহু মুখপানে চায়।।
“বুঝল সকল কমললোচন
রহিবা মথুরাপুরে।
হের এস দুহু বরণ হেরিব
দুখ যাউ অতি দূরে।।”
ঢল ঢল ঢল বহে প্রেমজল
দোঁহার বদন হেরি।
বিন্ধল মরমে বাণ অতি খর
মরমে রহল ভোরি।।
কোলে দুই ভাই আনল তথাই
বদন চুম্বন ভালে।
লাজে মুখ বাঁকি কমলিয়া আঁখি
কিছুই নাহিক বোলে।।
বসুদেব সনে করি আলিঙ্গনে
দেবকীরে কহে বাণী-
“গোকুল-নগরে বিদায় মাগিয়ে”
চণ্ডীদাস ইহা জানি।।