বাঁকুয়া পাঁচনী হাতে রঙ্গিয়া রাখাল সাথে
বাহির হৈলা রোহিণীনন্দন।
শিঙ্গা দিয়া চাঁদ মুখে উভ করি দিলা ফুকে
শিঙ্গারবে ভেদিল গগন।।
পরিধান নীল ধটী গলে শোভে হেম কাঁঠি
কোটি চন্দ্র জিনিয়া বদন।
আকর্ণ শোভিত ঠান আঁখিযুগ ঘূর্ণমান
শোভে কত রতন-ভূষণ।।
এক কানে কোকনদ দেখিতে লাগয়ে সাধ
আর কানে মকরকুণ্ডল।
জিনি ময়মত্ত হাতী গমন মন্থরগতি
ধরণী করয়ে টলমল।।
বাহির হৈলা বলরাম না দেখিয়া ঘনশ্যাম
প্রেমে ছলছল দুনয়ন।
জ্ঞানদাসেতে কয় মিলিলা রাখালচয়
মাঝে করি নন্দের নন্দন।।