বাজীকর বেশ করত বৃন্দাবন চান্দ।
কণ্ঠে ছিদ্র কড়ির মাল জগমোহন ফান্দ।।
বাহু দণ্ডে স্ফটিক মাল বাঁধন বহু ছান্দে।
গিরি গৈরিক তনু লেপন ভার করল কান্ধে।।
যুগল পাণি পাদমূলে লৌহাঙ্গদ বালা।
কর্ণমূলে কিয়ে শঙ্খকুণ্ডল করু খেলা।।
মল্লছান্দে পিন্ধল হরি জীর্ণ মলিন বাস।
শিরে বান্ধল পাগ লটপটি শশিশেখর হাস।।