বসুদেব-কাণে কহে দেবগণে
“শুনহ আমার বাণী।
এ হেন ছাআলে রাখহ গোকুলে
বিলম্ব না কর তুমি।।
গোলক-বেহারী লঞা এই বেলি
গোকুলে লইআ জাহ।
বিলম্ব না কর ওহে, বসুদবে ,
কি আর চৌদিগে চাহ।।
নন্দের ঘরেতে ছাআল রাখিআ
আনিবে জসদা-কন্যা।
পরম রূপসী জিনিআ উর্ব্বসী
সেই সে জগত-ধন্যা।।
আজি নিশা কালে জন্মিল গোকুলে
জসদা প্রসবে কন্যা।
সেই কন্যা লঞা তুরিতে আসিআ
দৈবকীরে দিবে আন্যা।।”
এ কথা শ্রবনে কহিআ জতনে
দেবতা চলিআ গেল।
তবে বসুদেব ঘোর অন্ধকার
শুনিআ চেতন ভেল।।
এই সে যুগতি মানল কি রীতি
ভাবে বসুদেব রাঅ।
“চৌদিগে সতলা জাইব কেমনে
নিশাচর জাগে তায়।।
প্রহরী সকল আছএ সাদরে
ডাণ্ডুকা আমার পাএ।।
কেমতে বাহির হইব দুয়ার”
ভাবে বসুদেব রাএ।।
বিশ্বম্ভর হরি তারে কোলে করি
ভাবে বসুদেব তথি।
না পারে জাইতে পড়িল বিপাকে
জানিল জগত-পতি ।।
মাআ মোহ দিল প্রহরী সকল
নিদ্রাএ আকুল ভেল।
দ্বারের তসলা আপনি খসিল
চৌদিগে মুকুত হৈল।।
চণ্ডিদাস বলে– বসুদেব-পায়
আপনি ডাণ্ডুকা খসে।
সুখী হঞা তবে বসুদেব রাঅ
লঞা জায় হৃষীকেশে।।