বিপিন গমন দেখি হৈয়া সকরুণ আঁখি
অবশ হইল প্রেমভরে।
লাজে কিছু নাহি কয় বদন ঝাঁপিয়া রয়
কাঁপে রাই মদনের ডরে।।
কি হৈল কি হৈল বোলে বিশাখা করিল কোলে
শুনিয়া জটিলা আইল ধায়্যা।
আকস্মাৎ একি জর অঙ্গ কাঁপে থর থর
শুন আগো আহীরের মায়্যা।।
বধূ মোর রাজার ঝি উপায় করিব কি
কেহু কিছু জান কহ মোরে।
বিশাখা বলিল মাই হলধরের ছোট ভাই
মন্ত্র জানে কয়্যা দিলাম তোরে।।
শুনিয়া জটিলা ধায় ধরিল কানুর পায়
ওহে কানু বধূ দেহ দান।
তোমার পায়ে লাল বাধা আমার বধূর নাম রাধা
এই তোমার কহিলুঁ বিধান।।
শুনিয়া রাধার নাম আপনি চলিলা শ্যাম
মন্ত্র পড়ি অঙ্গে দিলা হাত।
পরশে রসের অঙ্গ কামজ্বর হইল ভঙ্গ
রায় শেখর করে প্রণিপাত।।