বিবিধ বৈদগধি ভাবিয়ে নিরবধি
কি লাগি সোঁপি দিলুঁ কূলে।
জানিয়ে যদি হেন মরিয়া হয়ে পুন
মো পুনি করিত সে বেলে।।
সই এ বড়ি মরমের বেথা।
চান্দে মুখ হেরি এ মঝু বুক ভরি
রহিয়া না কহিল কথা।।ধ্রু।।
সে সব পিরীতি- কিরিতি কহিতে
নহিল এ দেহ মোর।
অন্তরে অন্তক সে সব দুখ উঠে
পতির আরতি ঘোর।।
যে দুখ পাই চিতে ঘরের চরিতে
বন্ধুগুণে প্রাণ রয়।
জ্ঞানদাস কহে এ রস যব নহে
তমু সে এই চিতে লয়।।