বিরলে বসিআ সখির সহিতে
কহিতে রসের কথা।
প্রাণর দুর্লব মথুরাএ জাইবে
ষুনিআ পাইলাম বেথা।।
অনুক্ষনে মন করে উচাটন
কেবা পরতিক তায়ে।
ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে
পরাণ ফাটিয়া জায়ে।।
রজনি দিবসে মনের আবেসে
কি হইল দারুন বেথা।
লোক চরাচয়ে করি লাজ ভয়ে
কাহারে কোহিব কথা।।
বিসম সংসারে আনল পাথারে
আকুল হৈইল চিত ।
[দ্বিজ] চণ্ডিদাষে কহে এমতি না করিও
সেষে হবে বিপরীত।।