বিরহ-জ্বরের তাপে ছল ছল আঁখি।
রাইকে বেড়িয়া কান্দে কত শত সখী।।
রাই মোর যেন কাঁচা সোনা।
ভূমে পড়ি গড়ি যাইছে যেন চাঁদের কণা।।
চমকি শ্যামের নামে রাই উঠে কত বেরি।
ধূলায় লোটায় যেন সুগন্ধ করবী।।
কহিতে কহিতে চিতে হৈলা অচেতন।
রাই মূরছিত কাঁদে আর সখীগণ।।
কহে কবি চণ্ডীদাস বিরহ-বেদন ।
এমন বিরহে কেমনে রহয়ে জীবন।।