বিরা বৃন্দাদেবী তবে তথাই আইলা।
রাইকে বিরস দেখি কহিতে লাগিলা।।
কহ ধনি কাহে লাগি মলিন বয়ান।
কুণ্ডক তীরে মিলহ বর কান।।
শুনি উলসিত ধনি দুখ গেল দূর।
তবহিঁ ভকতি করি প্রণমিল সূর।।
গজবরগমনে চলিল ধনি রাই।
কুণ্ডক তীরে মিলিল তব যাই।।
সহচরিগণ লেই তোড়ই ফুল।
মাধব কহ বিধি ভেল অনুকূল।।