বিরা বৃন্দা তথি রঙ্গে রসবতী
গিরিকন্দরে যায়।
মাধব মাধবী তলায় বসিয়া
দূরেতে দেখিতে পায়।।
হেরি বিরাবৃন্দা সুবল সানন্দা
এ মধুমঙ্গল হাসে।
মদনমোহন পাওল চেতন
সুখের সাগরে ভাসে।।
দোঁহারে লইয়া আদর করিয়া
বসায় আপন কাছে।
রাইয়ের কুশল কহত সকল
সজল নয়নে পুছে।।
বিরা কহে কান কর অবধান
কি পুছ তাহার তরে।
রাইর স্বজন করিয়া ভর্ৎসন
রুষিয়া রাখিল ঘরে।।
শুনিতে কাহিনী কি হৈল না জানি
বিষাদে নাগর ভোর।
বিরার বদন নিরখি সঘন
নয়নে ভরল লোর।।
সে বেলি শেখর আসিয়া সত্বর
কহয়ে নাগর রাজে।
রমণীমোহন না তোলে বদন
বাঢ়ল অধিক লাজে।।