বিশাখা সখীরে দেখি ঢুলু ঢুলু করে আঁখি
বলিতে বচন নাহি স্ফুরে।
অন্তরে আছয়ে ভয় কহিলে কি জানি হয়
ধরিল তাহা দু-টি করে।।
শুন ত নাগর ওহে কি কথা কহিবে মোহে
কহ তুমি করিয়া নিশ্চয়।
রাধা রাজ-নন্দিনী তাহার সঙ্গিনী আমি
আমি যাব তাহারি আলায়।।
এ কথা শুনিয়া হরি কহে কথা ধীরি ধীরি
তাহার লাগিয়া প্রাণ ঝুরে।
তাহারে আনি দেহ আমারে কিনিয়া লেহ
বিকাইলাম জনমের তরে।।
নবীন-বয়সী সেহ নাহি জানে রস লেহ
তাহে কি এমন কাজ করে।
শুনহে নিঠুর-মতি নাহি জান রস-রীতি
নিমানন্দ কি বলিবে তোরে।।