বৃখভানুসুতা রান্ধে পারশে রোহিণী।
বসিয়া ভোজন কৃষ্ণ করেন আপুনি।।
হেন কালে নন্দ সুত রসবতি হেরি।
শ্লথ রুচি অশন অনঙ্গ অঙ্গ ঘেরি।।
করে কবল কৃষ্ণ খাইতে না পারে।
ব্যস্ত হয়ে যশোমতি শুধাইছে তারে।।
অন্ন ব্যঞ্জন মিষ্ট অতি পরিষ্কার।
আমার শপতি বাছা খাও আর বার।।
কৃষ্ণ বোলে ভোজন করিলু বহুতর।
আর নাহি খাইতে পারি ভরিল উদর।।
গোঠের হইল বেলা ধেনু লইয়া যাব।
অন্ন দেহ লাগে ক্ষুধা সেই খানে যাব।।
কথা কহিয়া ভাব করিল গোপন।
দাস হরেকৃষ্ণ ভজে ও রাঙ্গা চরণ।।