বৃন্দা কহে কান কর অবধান
নাগরী সরসীকূলে।
দেবতাপূজনে আনিলুঁ যতনে
বসলি বকুল মূলে।।
হের দেখ আর কুরঙ্গ তোমার
মিলল কুরঙ্গী সঙ্গ।
তাণ্ডবী দেখিয়া তাণ্ডব ছুটল
উঠল মদনরঙ্গ।।
চকোর আসিয়া চকোরী মিলল
শারিকা মিলল শুক।
নাগর যাইয়া নাগরী মিলহ
ঘুচাহ মনের দুখ।।
বিরা বৃন্দা তথি করিয়া যুগতি
সুবলে মঙ্গলে লৈয়া।
কদলি কানন করল গমন
মাধব ইঙ্গিত পাঞা।।
কারণ কহিয়া তাহারে রাখিয়া
কানন দেবতী যায়।
মাধব আসিয়া মাধবী মিলল
হাসয়ে শেখর রায়।।