বেশ বনাওনি কেশের সাজনি
কেনা সে তিলক দিল।
নয়ান কোণের বাণ বরিখণে
অঙ্গ জর জর ভেল।।
সই বড় বিনোদিয়া সে।
অধরমিলনি মন্দ হাসিখানি
মরমে লাগিয়াছে।।
রসের ভরে অঙ্গ না ধরে
চলিতে না চলে পা।
শিরিষ কুসুম অধিক কোমল
কানড় কুসুম গা।
ও রূপ লাবণ্যে কে ধরু পরাণ
ও না মনোহর ছান্দে।
জ্ঞানদাস কহে বিনি পরিচয়ে
দেখিয়া কে না বা কান্দে।।