ব্রজনাগরিগণ হেরি হরষিত মন
নাগর নটবররাজ।
নটনবিলাস- উলাসহি নিমগন
চৌদিশে রমণি সমাজ।।
যূথে যূথে মেলি করে কর ধরাধরি
মণ্ডলি রচিয়া সুঠান।
বাজত বীণ উপাঙ্গ পাখোয়াজ
মাঝহি মাঝ রাধাকান।।
কোকিল ভ্রমর গাওয়ে অতি সুস্বর
অমল কমল পরকাশ।।
হেরি হেরি ফেরি ফেরি বাহু ধরাধরি
নাচত রঙ্গিণি মেলি।
জ্ঞানদাস কহ নাগর রসময়
করু কত কৌতুককেলি।।