ভাইয়া অভিরাম সঙ্গে প্রভু নিত্যানন্দ রঙ্গে
গরজন নাদ গভীর।
হরি হরি বলি উঠে পড়িয়া ধরণী লুঠে
পুন উঠি বোলে বসুথির।।
ভায়্যার ভাবে তাঁকে ভায়্যা ভায়্যা বলি ডাকে
গজগতি জিনি মাতোয়ার।
দীনহীন নাহি মানে হরিনাম বিতরণে
উদ্ধারিলা সকল সংসার।।
এমন করুণা কার হৈয়াছে কি হবে আর
চৈতন্য নিতাই ভাই দুটি।
মহা মহা পাতকীরে প্রেমে আলিঙ্গন করে
নিস্তারিল কত কোটি কোটি।।
প্রভু বংশ অনুপাম শ্রীনন্দকিশোর নাম
গোসাঞির চরণ ধিয়ান।
নিত্যানন্দ প্রেম বিধু তাঁহার চরণ মধু
দাস হরেকৃষ্ণ করে পান।।