ভাই তুমি ত পরম ভণ্ড।
সেথা কি বলিলে এথা পাসরিলে
পাইবে উচিত দণ্ড।।
জলবিম্বু হেন চপল জীবন
মিছা ধনজন আশা।
যমদূতে কবে বান্ধ্যা লঞা যাবে
ভাঙ্গিয়া পঞ্জর বাসা।।
বিষম শমন করিবে দমন
ভেজিঞা কিঙ্কর চণ্ড।
লোহার ডাঙ্গুষ মাথাএ মারিবে
করাতে চিরিবে মুণ্ড।।
অখিলের পতি অগতির গতি
হরি হরি বলি ডাক।
হরির চরণ করিঞা শরণ
শমন জিনিঞা থাক।
চল নীলাচল অযোধ্যা নগর
গোকুল মথুরা কাশী।
নৈমিষ-কানন বদরিকাশ্রম
হও সুরধুনীবাসী।।
দেখি যমরাজ মনে পাঞা লাজ
বয়ন করিবে হেঁট।
দীনবন্ধু বলে এমতি নহিলে
খাইবে হাড়ির খেট।।