ভাবিতে ভাবিতে ক্ষিন কলেবর
আবেষ হইয়া চিত।
* * * * * *
নয়নে আইল নিঁদ।।
নিল বসন পাতিআ ষুইলাম
ষই, সোনগ সপন-কথা।
নাগর আসিল মন্দিরে মোর
ঘুচিল মোনের বেথা।।
তাহার কারণে আমার পরানে
[জত] পাইআছি মোন দুঃখ।
তাপ জালা যত সব পাসরিল
দেখিআ* চাদমুখ।।
সেই জে নাগর আমারে তুসিতে
বসিল মন্দিরে মোর।
চণ্ডিদাষে কহে সপনে পাইল
তোমার পিরিতিজোর।।