ভালই আছিলাম আন মনে।
প্রমাদ পড়িল সেই ক্ষণে।।
কেন শুনাইলে তার গুণ।

নিশি দিশি যার গুণ গাই।
সে কেনে এতেক নিঠুরাই।।
যার লাগি তেয়াগিনু ঘর।
সে কেন বাসয়ে ভিন পর।।
যার লাগি কুলে দিনু ছাই।
তারে কেন দেখিতে না পাই।।
সতীর সমাজে হইনু মন্দ।
জ্ঞানদাস শুনি রহু ধন্দ।।