ভাল হৈল বন্ধু আপনা রাখিলে
কি আর ওসব কথা।
তোমার পিরীতি বুঝিতে না পারি
ভাবিতে অন্তর বেথা।।
সহজে অবলা অখলা হৃদয়
ভুলয়ে পরের বোলে।
অনেক পিরীতির অনেক দোষ
দুপুরে আন্ধার বেলে।।
বাদিয়ার বাজী তোমার পিরীতি
না জানি একুই রীতি।
সমুখে সরস অন্তরে নীরস
বুঝিনু কাজের গতি।।
সকল ফুলে ভ্রমরা বুলে
কি তার আপন পর।
জ্ঞানদাস কহে পিরীতি করিলে
কেবল দুখের ঘর।।