ভুবনে আছয়ে যত বৈদগধিসারে।
উপরে কনয়া কাঁতি অমিয়া অন্তরে।।
রাই হাসিয়া বোলাও।
পাঁচ শরে জর জর জনেরে বাঁচাও।।
প্রতি অঙ্গে পড়ে কত রসের হিলোলি।
পরশিতে চিতে করোঁ পায়ের অঙ্গুলি।।
অধর অরুণছবি বান্ধুলি-সোহাগে।
মন মধুকর সদা উড়ে অনুরাগে।।
নয়নঅঞ্চলে দোলে হিয়ার পুতলি।
মুখছান্দে চান্দ কান্দে পাতএ অঞ্জলি।।
সিঁথের সিন্দূর হেরি দিনমণি ঝুরে।
এত রূপ গুণ যার সে কেনে নিঠুরে।।
জ্ঞানদাস কহে ইতে করিএ বিনতি।
কানু কাতর রাই বান্ধহ পিরীতি।।