মঙ্গল-আরতি কীর্ত্তন

শ্রীশ্রীগৌরকিশোরের মঙ্গল-আরতি কীর্ত্তন

‘‘মঙ্গল আরতি গৌরকিশোর।
মঙ্গল নিত্যানন্দ যোড়হি যোড়।।
মঙ্গল শ্রীঅদ্বৈত ভকতহিঁ সঙ্গে।
মঙ্গল গাওত প্রেম-তরঙ্গে।।
মঙ্গল বাজত খোল করতাল।
মঙ্গল হরিদাস নাচত ভাল।।
মঙ্গল ধূপ-দীপ লইয়া স্বরূপ।
মঙ্গল আরতি করে অপরূপ।।
মঙ্গল গদাধর হেরি পহুঁ হাস।
মঙ্গল গাওত দীন কৃষ্ণদাস।।’’

শ্রীশ্রীযুগলকিশোরের মঙ্গল-আরতি কীর্ত্তন

‘‘মঙ্গল আরতি যুগলকিশোর।
জয় জয় করতহি সখীগণ ভোর।।
রতন-প্রদীপ করে টলমল থোর।
নিরখত মুখবিধু শ্যাম সুগোর।।
ললিতা বিশাখা সখী প্রেমে আগোর।
করত নিরমঞ্ছন দোঁহে দুহুঁ ভোর।।
বৃন্দাবন কুঞ্জহি ভুবন উজোর।
মুরতি মনোহর যুগলকিশোর।।
গাওত শুক-পিক নাচত ময়ূর।
চাঁদ উপেখি মুখ নিরখে চকোর।।
বাজত বিবিধ বাদ্যযন্ত্র ঘন ঘোর।
শ্যামানন্দ আনন্দে বাজায় জয় তোর।।
ভজ নিতাই গৌর রাধে শ্যাম।
জপ হরে কৃষ্ণ হরে রাম।।

প্রেম্‌সে কহো। শ্রীরাধে শ্রীকৃষ্ণ বলিয়ে—
প্রভু নিতাই শ্রীচৈতন্য অদ্বৈত শ্রীরাধারাণী কী জয় !
প্রেমদাতা পরম-দয়াল পতিত-পাবন শ্রীনিতাইচাঁদ কী জয় !
করুণাসিন্ধু গৌর-ভক্তবৃন্দ কী জয় !
শ্রীশ্রীমঙ্গল-আরতি কী জয় !
শ্রীশ্রীনাম-সঙ্কীর্ত্তন কী জয় !
খোল করতাল কী জয় !
পরম-করুণ শ্রীগুরুদেব কী জয় !
প্রেমদাতা পরম-দয়াল পতিত-পাবন—
শিশু-পশু-পালক বালক-জীবন শ্রীমদ্‌ রাধারমণ কী জয় !

শ্রীগুরুপ্রেমানন্দে নিতাই গৌর হরিবোল।।


অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ