মধুর সখ্যাক নহয়েনমর
মিতা সনে হইল মেলা।
তেজিআ গোলক– বৈভব সম্পদ
করিতে বালক-খেলা।।
ব্রজরস লাগি হইঞা বিজোগি
পুরূব বৃত্তান্ত কথা।
তার মর্ম্ম লাগি এই সে বিজোগি
জম্মি ব্রজেশ্বরি যুথা।।
সেই সে কারণে জনম এ স্থানে
এই সে গোকুল-লিলা ।
মধু আস্বাদন করি পুন পুন
করিব জুগতি খেলা।।
বৃন্দাবন-রস রস আস্বাদিতে
জম্মিল গোলক-হরি।
একথা অনেক কহিব বিস্তারে
জে লীলা জখন করি।।
এবে কহি শুন বাল্যলিলা-রস
পাছেতে মধুর রস।
ক্রমে ক্রমে বলি শুন ভক্তগণ
জে রসে জে হয় বশ।।
মধুর লালসা মধুর কারণে
জানল সকল রাণি।
অকথা কখন না হয়ে কারণ
পুরিত করিয়া ছেনি।।
এবে কহি শুন বাল্যলিলা কিছু
শ্রবণ পরশি শুন।
চণ্ডিদাস কহে রসলিলা সার
সংসারে নাহিক হেন।।