মায়ের আনন্দ দেখিআ বড়।
গোলক-ইশ্বর জানিল দড়।।
জত ঝাড়ে তন্ত্র মন্ত্রের সার।
জসদার সুখ বাড়হি বাড়।।
কহে জোগি তবে ঝাড়এ মন্ত্র ।
“রাখহ * * * * ।।
সব দেবগণ হরস হঞা।
রাখহ ছাআলে এ বর দিঞা।।
সভাই সহায় হইবে ইথে।
আশীস করহ * * ।।”
এই মন্ত্র ঝাড়ি যুগিআ হরে।
বিনতি করি সে গোচর তরে।।
এই মন্ত্র দিল ছাআল অঙ্গে।
চণ্ডিদাস * * *।।