মিলিল শ্যামের সনে নবীন কিশোরী।
পশু পাখী উনমত দুহুঁ রূপ হেরি।।
হিলন দিয়া দাঁড়াইল রসময় শ্যামচন্দ্র ।
নাগর অমনি চেয়ে রইল রাই মুখচন্দ্র।।
মিলিল রে আরে নব রঙ্গিনী রাধা।
দরশনে দূরে গেল মনসিজ বাধা।।
দুহুঁ দোঁহা মিলই বাহু পসারি।
আনন্দে মগন ভেল সখিগণে হেরি।।
শ্যাম-বামে বৈঠল রসের মঞ্জরী।
জ্ঞানদাসেতে মাগে চরণ মাধুরী।।