মীনেরে দেখিয়া পরাণ কান্দে।
ঠেকিনু বিষম মেষের ফান্দে।।
বৃষ হউ মোর এ সাধ মনে।
পরিবাদ হউ মিথুন সনে।।
কর্কট বিষম মদন বাণে।
সিংহ প্রবেশয়ে এ দেহ সনে।।
কন্যার বসতি নাহিক ইথে।
যদি বা মিলয়ে তুলার সাথে।।
বিছার বিবাদে কি করে মোর।
ধনুরে করুণা করিব তোর।।
মকরে ভাবুক এ সব কথা।
কুম্ভ কলঙ্কিণী হইবে রাধা।।
ভণে জ্ঞানদাস এ রস গূঢ়।
বুঝয়ে পণ্ডিত না বুঝে মূঢ়।।