মোনের দোয়ার বারটী আমার
সদায়ে ভাবয়ে চিত।
নিঠুরের সঙ্গে পিরিতি করিআ
না বুজি তাহার রিত।।
সইগ, আর না বলিও মোরে।
সয়নে সপনে পাসরিতে নারি
বান্দিআছে প্রেমের ডোরে।।
এমন না জানি নবিন পিরিতি
মোরে হইল প্রমাদ।
সে হেন গুননিধি আমারে বঞ্চিআ
পূরল বিধি[র] সাদ।।
পিরিতি-বেয়াধি দিগু [ন] বাড়িল
না জানি আপনা হিত।
চণ্ডিদাষে কহে বেক্ত না কর
ধৈরজ কর চিত।।