যব কানু নিকটে যাই কিছু বোলি।
লাজে কমলমুখি রহু মুখ মোড়ি।।
আরতিল নাহ বিনয় বেরি বেরি।
ধনি মুখচাঁদে আধ আঁচল দেলি।।
রাধা কানুক পহিল আলাপ।
মনমথ মাঝে মন্ত্র করু জাপ।।ধ্রু।।
বাহু পশারল গোকুলনাহ।
আছইতে আশ না করে নিরবাহ।।
ভূখিল মনোরথ না পূরয়ে আশ।
চান্দকলা নহে তিমির বিনাশ।।
ভাবে বিভোর পহুঁ লহু লহু হাস।
রাই শিথিল মুখ বহ নিশোয়াস।।
পরশিতে চিবুক নয়নে ভেল রঙ্গ।
জ্ঞানদাস কহ উলসিত অঙ্গ।।