যব সখী চললহি আপন গেহ।
তব মঝু নিন্দে ভর সব দেহ।।
শুতি রহলুঁ হাম করি এক চিত।
দৈব বিপাক ভেল সব বিপরীত।।
না বোল সজনি শুন স্বপন সম্বাদ।
হেরএইত কেহো জনি কর পরিবাদ।।
বিষদ পড়ল মঝু হৃদয়ক মাঝে।
তুরিত ঘুচাইতে নিজ নখ বাজে।।
এক পুরুখ পুন আনি দিল আগে।
কোপে অরুণ আঁখি অধরক দাগে।।
সে ভয়ে চিকুর চীর আন হই গেল।
কপোলে কাজর মুখে সিন্দুর ভেল।।
অতএ করব কেহো অপযশ গাব।
জ্ঞানদাস কহ কো পতিয়াব।।