যব হরি হেরল রাই মুখ ওর।
তৈখনে ছল ছল লোচন জোর।।
যবহুঁ কহল পহুঁ লহু লহু বাত।
তবহুঁ কয়ল ধনি অবনত মাথ।।
যবহুঁ ধয়ল পহু অঞ্চল পাশ।
তৈখনে ঢল ঢল তনু পরকাশ।।
যব হরি পরশল কঞ্চুক সঙ্গ।
তৈখনে পুলকে ভরল দুহু অঙ্গ।।
পুরল মনোরথ মদন উদেশ ।
জ্ঞানদাস কহ পিরিতি বিশেষ।।