যমুনার জলে গেলা যশোদা রোহিণী।
শূন্য ঘর পাঞা গোপাল লুটয়ে নবনী।।
পিঁড়ির উপর পিঁড়ি উদুখল দিয়া।
তমূ ত শিকার ভাণ্ড লাগি না পাইয়া।।
লড়িতে ছেদিয়া ভাণ্ড হেঁটে পাতে মুখ।
হেনই সময় দেখে জননী সম্মুখ।।
মায়ের শবদ শুনি যাদু ধন নাচে।
ধড়ার অঞ্চল দিয়া চাঁদ-মুখ মোছে।।
এমনে কেমনে গোপাল লুকাইবা আর।
তোমার বুক বাহিয়া পড়ে গো-রসের ধার।।
ঘনরাম দাসে বোলে শুন যশোমতি।
মায়ারূপে তোমার ঘরে অখিলের পতি।।