যমুনা যাইঞা, শ্যামেরে দেখিঞা,
ঘরে আল্য বিনোদিনী,
বিরলে বসিঞা, কান্দিঞা কান্দিঞা,
ধেয়য়ে শ্যামরূপ খানি।।
হেন বেলে তথা, আইল ললিতা,
রাধা দেখিবার তরে।
সে দশা দেখিয়া, বেথিত হইয়া
তুলিয়া লইল কোরে।।
নিজবাস দিয়া, মুখানি মুছিয়া
প্রবোধ করিছে সখি।
আজু কেন হেন হঞাছে এমন,
বলনা কি হেতু দেখি ।।
বাম করপর ধরিয়ে কপোল,
মহা যোগিনীর পারা।
ও দুটি নয়ন, ঝরল সঘন,
শ্রাবণ মেঘের ধারা।।
সখি ঠেকিলা শ্যাম-পিরিতি ফান্দে।
স্থির নহে মন, চমকে সঘনে
ধৈরয নাহিক বান্ধে।
আজনম সুখে, হাসি বিনা মুখে,
কভু না দেখিয়ে আন।
জ্ঞানদাস কয়, বাজেছে হৃদয়,
শ্যামের প্রেমের বাণ।।