যমুনা হইয়া পার গেলা নন্দের আগার
নিদ্রাগত যত পুরবাসী।
দুর্গা যশোদার কাছে অমনি পড়িয়া আছে
অকলঙ্ক যেন পূর্ণশশী।।
বসুদেব দেখি কন্যা যশোদারে কহে ধন্যা
এ কন্যা সামান্যা কভু নয়।
অখিল ব্রহ্মাণ্ড কর্ত্রী সনাতনী জগদ্ধাত্রী
মহামায়া হেন জ্ঞান হয়।
ভাবে মনে কি করিব কাহারে লইয়া যাব
দুইরূপ দেখি অপরূপ।।
কন্যাটি লইয়া যাই দেখি কি করে গোঁসাই
কন্যা না মারিবে কংসভূপ।
পুত্ররে রাখিয়া তথা কন্যারে লইয়া যায়
রূপে পথ হৈল অলোময়।
যমুনা হইয়া পার মথুরার পুনর্ব্বার
উপনীত কংসের আলয়।।
রূপ দেখি মাতার মনে হৈল চমৎকার
কারাগার হৈল হেমময়।
কিবা সে রূপের ঘটা অপূর্ব্ব তাহার ছটা
জ্ঞানদাস ভাবিয়ে বিস্ময়।।