যাবত জনমে কি হৈল মরমে
পীরিতি হইল কাল।
অন্তরে বাহিরে পশিয়া রহিল
কেমতে হইবে ভাল।।
সই, বল না উপায় মোরে।
গঞ্জনা সহিতে নারি আর চিতে
মরম কহিলু তোরে ।।ধ্রু।।
ননদী-বচনে জ্বলিছে পরাণে
আপাদমস্তকচুল।
কলঙ্কের ডালি মাথায় করিয়া
পাথারে ভাসাব কুল।।
ভাসিয়া যে যায় ঘুচে সব দায়
না বলে ছাড় যে লোকে।
চণ্ডীদাসে কয় না করিহ ভয়
কি করে অধম লোকে।।