যাহার লাগিয়া সকল ছাড়িনু সে কেনে বাসয়ে পর।
পিরিতি করিয়া কি জানি হইল সদাই অন্তরে জ্বর।।
সুজন কুজন না চিনে যে জন, তাহারে বলিব কি।
মরম বেদন যে জন জানয়ে, তাহারে পরাণ দি।।
প্রেম সায়রে একটি কমল রসের মাধুরি মাঝে।
প্রেম পরিমলে লুধ্ব ভ্রমরা ধাওল আপন কাজে।।
ভ্রমর জানই কমল মাধুরি তেই তারে হয় বশ।
রসিক জানই রসের চাতুরি অন্যে করে অপযশ।।
সোনার গাগরি যেন বিষে ভরি দুগ্ধে পুরিয়া তার মুখ।
বিচার না করি যে বা জন খায় পরিণামে পায়ে দুখ।।
জ্ঞানদাস কহে শুন গো সুন্দরি একথা বুঝিবে পাছে।
শ্যামবন্ধু সনে পিরিতি করিয়া কেবা কোথা ভাল আছে।।