রজনী ত্রিযামা নাহ সহ বিলসিয়া
শুতলি পিয়া পরিযঙ্কে।
যামিনী শেষে জাগি ধনি বৈঠল
বায়স জলপ আতঙ্কে।।
চলইতে সুন্দরী উঠি চাহত যব
কানু পুন করতহিঁ অঙ্কে।
ছাড়হ নাগরবর মুগধ অতিশয়
নাহি তোহে লোক ভয় শঙ্কে।।
পূরব দীশ হের উদয় দিবাকর
নিজঘর চলত মৃগাঙ্কে।
জাগব গুরুজন পন্থ নিহারব
তোহে জানি হোয়ব কলঙ্কে।।
শুন শুন গিরিধর ত্বরিতে বিদায় কর
রাই হোয়ত উপচঙ্কে।
দাস হরেকৃষ্ণ সঙ্গে চলি যাওব
ধনিক নাহি কিছু ঝঙ্কে।।