রসে ঢর ঢর বিনোদ নাগর
বসিঞা রাইএর কোরে।
মুখ নিরখিঞা উলসিত হঞা
ভাসিল নয়ন জলে।।
হরি হরি একি অপরূপ ধন্দ।
রাই রাই করি কান্দিঞা আকুল
হইল গোকুলচন্দ।।
রাইর আঁচর ধরি গিরিধর
কান্দিতে কান্দিতে বলে।
রসবতি সনে আর কত দিনে
বিধি মিলাওব মোরে।।
পুলকিত তনু মলিন বদন
অঝোরে নয়ন ঝরে।
পরাণ পুতলী অধিক মুরলী
পড়িঞা রহিল দূরে।।
পিরীতি পাগল রসিক নাগর
দেখিঞা আপন কোরে।
দীনবন্ধু ভণে রসবতি প্রেমে
ধৈরজ ধরিতে নারে।।