রাইক প্রেম হৃদয়ে করি মাধব
ধরণি পড়ল পহুঁ ভোর।
উছলি প্রেমজল কণ্ঠরোধ ভেল
কহতহিঁ গদ গদ বোল।।
সজনী মঝু মনে দারুণ বাধা।
গমন-বিলম্ব হেরি করি সংশয়
পাছে তনু তেজই রাধা।।
এক সখি যাই রাই পরবোধহ
শপথ করিএ তুয়া আগে।
তেজলুঁ মধুপুর যাওব গোকুল
রসবতি পিরীতি সোহাগে।।
শুনি সহচরি মা- ধব ব্রজমণ্ডল
গমন করল পরতীত।
চাতক সজল জলদ জনু পাওল
ঐছন উলসিত চীত।।
এক সখি আওল নাগর আদর
কহইতে রাইক পাশ।
দীনবন্ধু পহুঁ শুভ সম্বাদল
পূরল ধনিমন আশ।।