“রাই, তুরিতে শ্যামেরে দেখ গিয়া।
যেন মরকত মণি ধূলায় লোটায়া।।
কোথা না পড়িল চূড়া মালতীর মালা।
কোথা না পড়িল সেই নূপুর বলয়া।।
কোথা না পড়িল পীত ধড়ার অঞ্চল।
কোথা না পড়িল নব মুঞ্জরীর দল।।
নিকুঞ্জে পড়িয়া অঙ্গ ধূলায় ধূসর।
রাধা রাধা বলি কান্দে উচ্চস্বর।।
মধুর মুরলী যার অতি প্রিয়া সুধা।
সে কোথা পড়ল তার নাহিক সম্বাদা।।
অচেতন মুদিত নয়ন কলেবর।
রাধা বিনু বিকল হইলা বংশীধর।।
তোমার কারণে ধনি তেজি সুখোল্লাস।
খেণে খেণে উঠে যেন বিরহ হুতাশ।।
মুখ তুলি কহ কথা শুন প্রেমমই।”
চণ্ডীদাস ব্যথিত শুনিয়া ইহা হই।।