রাই প্রবোধি চললি বর-সহচরি
মীললি কানুক পাশ।
সো যদি না বুঝই মান করল তোহে
তুহুঁ কাহে ছোড়লি আশ।।
শুন শুন সুন্দর শ্যাম।
ইহ সব রীতে দুখ বহু পায়লি
তুহুঁ না গণলি পরিণাম।।ধ্রু।।
দুহুঁ করে দুহুঁ-জন আনি মোরা সোঁপব
নিভৃত-নিকুঞ্জক মাঝ।
সভে মিলি পরণাম করি ঘরে যায়ব
সুখে করবি দুহুঁ রাজ।।
সখি-মুখে শুনইতে অতিশয় কাতর
ছোড়ল দীঘ নিশাস।
নিমানন্দ দাস-পহু দূতি করে ধরি
চললহি রাইক পাশ।।