“রাই বিনে মনে সকলি আঁধার
দেখিলে জুড়ায়ে আঁখি।
তোরে রসমই, যবে নাহি দেখি
মরমে মরিয়া থাকি।।
তোমার পীরিতি সুখের আরতি
তো বিনে নাহিক আন।
তুয়া সাধে, রাধে, পীতের বসন
পরিয়ে করিয়ে গান ।।
তোমার মহিমা ও রস গরিমা
রাধা সে আঁখর দুটি।
মহা মন্ত্র করি করে কর ধরি
নিরবধি জপি কোটি।
রাধা বিনে যত সে সব নৈরাশ
আশবাস তুয়া পাশ।
তুমি মন্ত্র তন্ত্র তুমি সুধাকর
তুমি উপাসনা বাস।।”
চণ্ডীদাসে বলে– “বড় অদভুত
দোঁহার মহিমা রীত।
কেবা এই তত্ত্ব বুঝিবে বেকত
যার আছে রসে চিত।।”