রাই মুখে শুনলহি ঐছন বোল।
সখীগণ কহে–“ধনি নহ উতরোল।।
তুয়া মুখ দরশন পাওল সেহ।
কৈছে আছয়ে কুছ না বুঝল এহ।।
তুহু কাঁহে এত উৎকণ্ঠিত ভেল।
তোহে হেরি সো আকুল ভৈ গেল।।”
ঐছে বিচার করত যাঁহা রাই।
তুরত হি এক সখী মিলল তাই।।
“এ ধনি,পদুমিনি,কর অবধান।
তোহারি নিয়রে মুঝে ভেজল কান।।”
চণ্ডীদাস কহে বিধুমুখী রাই।
অতিশয় ব্যাকুল ভেল কানাই।।