রাই শ্যাম একই পরাণ।
হেরি নাগর ধরণে না যান।।
শ্যাম-অঙ্গেতে অঙ্গ হেলাইয়া ।
বাহু বাহু আছয়ে বেড়িয়া ।।
সোনায় সোহাগা যেন মিলে।
তেমতি নাগরী নাগর-কোলে।।
এক অঙ্গ দুহু নহে ভিন।
চণ্ডীদাস দেখি নিশিদিন।।
রাই শ্যাম একই পরাণ।
হেরি নাগর ধরণে না যান।।
শ্যাম-অঙ্গেতে অঙ্গ হেলাইয়া ।
বাহু বাহু আছয়ে বেড়িয়া ।।
সোনায় সোহাগা যেন মিলে।
তেমতি নাগরী নাগর-কোলে।।
এক অঙ্গ দুহু নহে ভিন।
চণ্ডীদাস দেখি নিশিদিন।।