রাখালে রাখালে দেই হৈ হৈ রব।
মাধব-মন্দিরে যাই উতরিল সব।।
খীর ননী দধি ছানা ধড়াতে বান্ধিয়া।
খাইবার তরে রাই লইল মাগিয়া।।
যত সখীগণ সব হইল রাখাল।
শ্রীহরি বলিয়া সভে চালাইল পাল।।
শিঙ্গা-বেণু কলরব গগনে উঠিল।
যমুনার তটে কৃষ্ণ বলি উতরিল।।
গোকুলের মধ্যে মোরা গাভীর রাখাল।
আচম্বিতে শিঙ্গা-বেণু বাহিরাইল পাল।।
সুবলে ডাকিয়া তখন কহিছে কানাই।
হেন শিঙ্গা-বেণু হে কখন শুনি নাই।।
চণ্ডীদাস কহে আইজ পরমাদ হৈল।
আচম্বিতে বনে আইজ রাখাল আইল।।