রাজসভা মাহ বৈঠল ব্রজপতি
সহোদরগণ লই সাথ।
কোই কোই চামর ঢুলায়ত মৃদু মৃদু
কোই ছত্র ধরু মাথ।।
আওল কানু বলরাম।
শির পর সুরঙ্গ পাগ মনোহর
যৈছনে দুহুঁ নবকাম।।
ব্রজপতি কোরহি লেয়ল দুহুঁজন
চুম্বন করল বয়ান।
সমুখহি নর্ত্তক বাদক গায়ক
যন্ত্র মেলি করু গান।।
পড়য়ে বন্দিগণ ছন্দ মনোহর
উজলিত শত শত দীপ।
সকল সভা জন চীত চোরায়ত
মাধব হেরত সমীপ।।