রাধা বলে–“শুন, রসিক নাগর,
মোর সে কোন্ বা গতি।
তুমি দয়ানিধি সব পরিহরি
রাখিয়া চলহ কতি।।
প্রেম বাড়াইলে অমিয়া সিঞ্চনে
করিলে অনেক সুখ।
কে জানে এমন তোমার ধরম
পরিণামে দিলে দুখ।।
মোরে লেহ সাথ, শুন যদুনাথ,
সাধ গড়ায়া যাব।
এ দুঃখে এবে সে তোমার বিহনে,
কেমন করিয়া রব।।
শাশুড়ী তাপিনী ননদী পাপিনী
তাহা সে সকল জান।
তোমার চরণে এ দেহ সঁপেছি
তাহে নিদারুণ কেন।।
তোমা না দেখিলে তিলেক না জীব
মরিব তোমার গুণে।”
এমন পীরিতি নাহি দেখি কতি
দীন চণ্ডীদাস ভণে।।