রাধিকা সুন্দরী ভরিয়া গাগরী
তীরেতে উঠিল যবে।
নন্দের নন্দন করিয়া যতন
বসন ধরল তবে।।
ছাড় হে নাগর-রাজ।
কেহ যদি দেখে হইবে বিপাকে
তোমার নাহিক লাজ।।ধ্রু।।
করি যোড়-কর কহিছে উত্তর
বড়ই লাগিছে ভয়।
পথের মাঝারে এ কোন বেভারে
এ তোর উচিত নয়।।
ঘরে মোর বাদী শাশুড়ী ননদী
মিছা কথা কত তোলে।
তোমার চরিত অতি বিপরীত
নিমানন্দ দাসে বোলে।।