রাধে জয় রাজপুত্রি
মম জীবনদয়িতে
যাও যাও বঁধু যত বড় তুমি
জানা গেল তুয়া চরিতে।।
কিঞ্চিদপি কস্মিন্নপ-
রাধং নহি করোমি।
সঙ্কেত করি আনঘরে যাহ
নিশি জাগিয়ে আমি।।
মানং মরি মুঞ্চ প্রিয়ে।
বচনং শৃণু ধীরে।
শুনিবার কিবা কাজ চিহ্ন
দেখা যায় সব শরীরে।।
গতরাত্রৌ যদভুন্মম
দুঃখং শৃণু সরলে।
বধিরা হাম কিয়ে শুনায়সি
তাহে শুনায়বি বিরলে।।
উচিতোনহি কোপোময়ি
নিজ কিঙ্কর মত্তে।
যাও যাও যত গুণনিধি বট
জানা গেল তব তত্ত্বে।।
শাস্তিং করু দন্তৈর্দশ
কোপং ত্যজ রুচিরে।
তথা ফিরি যাহ পুন দংশিবে
সুখ পাবে বহু অচিরে।।
কোপং ত্যজ পদমর্পয়
মৃদুকিশলয়শয়নে।
তোমা দরশনে শরীর জ্বলিছে
ফিরি যাহ তার সদনে।।
কথিতং যদি নাহি দাস্যসি
কিং তে কথয়ামি।
শশিশেখর কহে শুভকর
কিয়ে দেখহ স্বামি।।