শুনইতে রাইক ঐছন বাণি।
ললিতা যতনহি তুলসিকে আনি।।
তাম্বূলবীড় আর কুসুমক দাম।
দেই পাঠাওল নাগর ঠাম।।
তুলসী গমন কয়ল বন মাঝ।
খোঁজই কাহাঁ নব নাগররাজ।।
নাগরশেখর সহচর মেল।
গোধন সঙ্গে রঙ্গে করু কেলি।।
ছল করি সুবল সখা লই কান।
রাই কুণ্ডতীরে করল পয়ান।।
কুণ্ডক শোভা হেরি মন ভোর।
বৈঠল সুবল সখা করি কোর।।
রাইক পন্থ নেহারত তাই।
মনমথে আকুল কূল নাহি পাই।।
তুলসি উলসি ভৈ তৈখনে গেল।
হেরি নাগরবর হরষিত ভেল।।
নাহক অতি উতকণ্ঠিত জানি।
তুলসি কহল সব রাইক বাণী।।
কুসুমক হার হৃদয় পর দেল।
কহ মাধব সব দুখ দূরে গেল।।