“শুনহে বলাই দাদা।
আজি বন-ভোজনে কি হইল কাননে
সকল হইল বাধা।।
এমন কে জানে না শুনি শ্রবণে
শাঙলী ধবলী হারা !”
এ বোল বলিতে হেদে আচম্বিতে
যুগল নয়নে ধারা।।
“কি বলিব কায় যশোমতী মায়
হারাল শাঙলী গাই।
মোরে কি বলিবে এ মন্দ কহিবে
সেই যশোমতী মাই।।”
বলিছে রাখাল– “শুনহে গোপাল,
আমরা কহিব গিয়া।
আচম্বিতে গাই হারাল তথাই
রাখি পরবোধ দিয়া।।
যশোদা রাণীরে কহিব তাহারে
কানুর নাহিক দোষ।
কালি খুঁজি বনে বালক সকলে,
কানুরে না কর রোষ।।”
সকল বালক খুঁজি একে একে —
“আজু না মিলল তাই।
কালি আনি দিব শাঙলী ধবলী” —
চণ্ডীদাস গুণ গাই।।